সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩, ১২, ২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সামাজিক ও রাজনৈতিক সীমানা বাড়বে। দালাল, জমি, সম্পত্তি ইত্যাদিপ কাজ বাকি থাকলে তা শেষ হবে। ছাত্ররাও তাদের লক্ষ্য অর্জনের সফল হবেন। পারিবারিক সম্পর্ক আজ মধুর হবে। নিরাপত্তহীনতা ও উদ্বেগ থেকে মিলবে মুক্তি ব্যবসায় পরিশ্রম আজ বেশি হবে।