সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, গ্রহের অবস্থান অনুকূল হচ্ছে। কিছুদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। যা দরকরা তা একটু বুদ্ধির সঙ্গে করে নিন। অন্যের কথায় কাজ করার আগে চিন্তা ভাবনার প্রয়োজন। দাম্পত্য জীবনে সুখের পরিবেশ থাকবে। আপনার দৈনন্দিন রুটিন ও ডায়েট অবহেলা করবেন না।