হিন্দু শাস্ত্র, ১৩৩ কোটি শক্তির পুজোর কথা উল্লেখ আছে। এই সকল দেব দেবতাদের পুজোর জন্য আলাদা আলাদা তিথি নির্দিষ্ট করা আছে শাস্ত্রে। কোন উপায় পুজো করলে দেবতাদের কৃপা মিলবে তার কথাও আছে শাস্ত্রে। তেমনই শাস্ত্র মতে, প্রতিটি মাসের রয়েছে আলাদা গুরুত্ব। রয়েছে আলাদা পুজোর নিয়ম। তেমনই রয়েছে আলাদা আলাদা টোটকা। শাস্ত্রে, উল্লেখ রয়েছে বিভিন্ন টোটকার। জীবনে প্রতিটি পদক্ষেপে নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। এই সকল সমস্যা থেকে অনেক সময় মুক্তির উপায় মেলে না। সেক্ষেত্রে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। আজ রইল কয়টি বিশেষ জিনিসের কথা। ভাদ্র মাসে মেনে চলুন এই কয়টি বিশেষ জিনিস। মিলবে উপকার। জেনে নিন কী কী।