সংখ্যা ১ ( যে কোনও মাসে ১, ১০, ১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সময় সুখী ও শান্তিপূর্ণ হবে। অনায়াসে ও ধৈর্য সবকারে কোনও কাজ শেষ করতে পারেন। সরকারি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আজ কোনও বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ আনন্দের হবে। অ্যালার্জি বা কাশির মতো সমস্যা এড়িয়ে চলুন।