সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫, ১৪, ২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ আপনি নতুন কিছু শিখতে ও বুঝতে সময় ব্যয় করবেন যে কোনও সাফল্য পেলে মন খুশি হবে। ব্যয় বাড়বে, আয়ের উপায় বাড়কে পারে। ব্যক্তিগত জীবনের সঙ্গে সন্পর্কিত কোনও ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে লাভের পরিবর্তে পরিশ্রম বেশি হবে। বিবাহিত জীবন সুখের হবে।