জ্যোতিষ মতে, কেবল শারীরিক বৈশিষ্ট্য দেখেই মানুষের চরিত্র প্রসঙ্গে আন্দাজ করা সম্ভব। এমনকী, ভবিষ্যতও বোঝা যায় কপালের গঠন দেখে। কথায় আছে, কপাল দেখে ভাগ্য বোঝা যায়। কপালের আকৃতি বলে দেয় কে কতটা ভাগ্যবান, কার পথ চলায় আসে নানান বাধা। তাই এবার থেকে কারও প্রসঙ্গে ধারণা করতে চাইলে তার কপাল দেখুন।