ঘর সাজাতে নানা রকম ফেংশুই জিনিস রাখার চল বহু দিনের। এর মধ্যে অনেকেই ফেংশুই-এর নানা রকম জিনিস রাখেন। জানা গিয়েছে, এনার্জি বা কাজের উদ্যোগ বাড়াতে ঘরে রাখুন ফেংশুই ফ্রগ। এতে যে কোনও কাজে উদ্যোগ পাবেন, সঙ্গে সফল হবেন। তাই কাজের উদ্যোগ পেতে ঘর সাজাতে রাখুন ফেংশুই ফ্রগ।