চারিদিকে যেন পুজো পুজো রব। তিথি অনুসারে এবার মা দুর্গা আসছে আগেই। অক্টোবরের শুরুতে পালিত হবে দুর্গোৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের সূচনা পর্ব। কোথাও চলছে প্যান্ডেল তৈরির কাজ তো কোথাও রঙের প্রলেপ পড়ছে প্রতিমাতে। প্রতি বছর উৎসবের সূচনা হয় গণেশ পুজো দিয়ে। আর এবার মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই সকলে মেতে উঠবেন দুর্গোৎসবে। এদিকে দেবি পক্ষের সূচনের আগেই শুরু হয়ে যায় নানান পুজো। এবার গোটা সেপ্টেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব। রাধা অষ্টমী থেকে বিশ্বকর্মা পুজো- রয়েছে একাধিক উৎসব এক ঝলকে দেখে নিন সেই সকল পুজোর তালিকা।