১৬ সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ ষষ্ঠী। তারপর দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর হল কৃষ্ণ সপ্তমী। এই দিনই হল বিশ্বকর্মা পুজো। বহু কারখান, ব্যবসাক্ষেত্র বাড়িতে, ক্লাবে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। দুর্গোৎসবের থেকে এই পুজো জাঁকজমক কোনও অংশে কম নয়। এদিক আবার মহালক্ষ্মী ব্রত সমাপ্ত হবে। সঙ্গে রয়েছে কন্যা সংক্রান্তি, রোহিণী ব্রথ, কালাষ্টমী ও মাসিক কৃষ্ণজন্মাষ্টমীর পুজো।