বিয়ের (Marriage) আচার অনুষ্ঠানে, পুজোর রীতি-নীতিতে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয় সিঁদুর (Sindoor)। হিন্দু শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব বিস্তর। হিন্দু ধর্ম (Hindu) মতে, স্ত্রী তাঁর সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনও বিপদ থেকে রক্ষা করে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি রয়েছে। জানেন কি, শাস্ত্র মতে এই সিঁদুরের শক্তি (Power) বিস্তর। যে কোন সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে এমনকী কোনও কাজে সফল হতে হাতিয়ার করতে পারেন সিঁদুরকে।