প্রচলিত আছে, মানব দেহের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান। স্বয়ং ব্রক্ষ্মা থাকেন কপালে। সে কারণে ব্রক্ষ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট করতে বিবাহিত (Marriage) মহিলারা সিঁদুর পরেন। শাস্ত্র মতে, আদি দেবতা হলেন ব্রক্ষ্মা। তিনি হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা। ব্রক্ষ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই তিনজন হলেন আদি দেবতা। তাই ব্রক্ষ্মার কৃপা পেতে বিবাহিত মহিলাদের সিঁদুর পরা শুভ বলে মনে করা হয়।