কোন কোন রাশির দক্ষিনমুখী ঘর শুভ কোন রাশির নয়, জেনে নিন রাশি অনুযায়ী

বাস্তুশাস্ত্র শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায়- তা একটি স্থান হতে পারে- কিংবা একটা বাড়িও হতে পারে। বাস্তু মতে দক্ষিণ দিকটি সাধারণত বাড়ির জন্য অশুভ হিসেবে বিবেচনা করা হয়। তবে বাস্তুমতে, এই দিকটি সবার পক্ষে অশুভ নয়। কিছু ব্যক্তির পক্ষে এই দিক অত্যন্ত শুভ হিসেবে প্রমানিত। আবার অনেকের জন্য দক্ষিণমুখী দিক অশুভ। তবে প্রত্যেকেরই  উচিত বাস্তু দোষ কাটিয়ে সেই বাড়িতে বসবাস করা। জেনে নেওয়া যাক দক্ষিণ দিকের ঘর ১২টি রাশিচক্রের উপর কেমন ফল দেয়। আর কোন কোন রাশির জন্য এই দিক শুভ ও অশুভ ফল দেয়।

deblina dey | Published : Sep 14, 2020 7:08 AM IST

112
কোন কোন রাশির দক্ষিনমুখী ঘর শুভ কোন রাশির নয়, জেনে নিন রাশি অনুযায়ী

মেষ- এই রাশির জন্য দক্ষিণমুখী ভবন বা ঘর খুব শুভ। এই ঘরেই আপনার ব্যক্তিত্ব বিকশিত হবে।
 

212

বৃষ- এই রাশির জন্য দক্ষিণমুখী ঘর অশুভ। এই দিক দিয়ে জীবনযাত্রা আনুপাতিক ব্যয় বৃ্দ্ধি পাবে।

312

মিথুন- এই রাশির জন্য দক্ষিণ দিক অশুভ। এই ধরণের একটি এই রাশির ভবনে মারাত্মক রোগে ভোগার আশঙ্কা রয়েছে।

412

কর্কট- দক্ষিণমুখী ভবন কর্কট রাশির জন্য শুভ। এই বাড়িতে আপনার চাকরিতে সম্মান এবং পদোন্নতি হতে পারে।

512

সিংহ- এই রাশির জন্য দক্ষিণমুখী ঘর অত্যন্ত শুভ। এ রাশির লোক একাধিক সম্পত্তির অধিকারি হবেন এই ঘরে থাকলে।

612

কন্যা- এই রাশির জন্য দক্ষিণমুখী বিল্ডিংয়ে বসবাস করা এড়ানো উচিত। এই বাড়িটি এই লোকদের জন্য অশুভ। 

712

তুলা- এই রাশির জাতকদের জন্য দক্ষিণ দিকের বাড়িটি মাঝারি ফলাফল দেয়। শুভও নয় আবার ক্ষতিকর কোনও প্রভাবও থাকবে না।

812

বৃশ্চিক- এই রাশির জন্য দক্ষিণমুখী ভবনটি শুভ। এই ধরণের ঘরে এদের সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

912

ধনু- এই রাশির জাতকদের জন্য এই দিকটি শিশুদের দৃষ্টিকোণ থেকে উপকারী। এই নির্দেশে কোনও বাড়িতে আপনার সন্তান উচ্চশিক্ষা লাভ করতে পারবে।

1012

মকর- এই রাশির জন্য, দক্ষিণমুখী ঘর সম্পদ সম্পর্কিত লাভ দেবে। তবে ব্যক্তিটি বিকাশ করতে সক্ষম হবেন না।

1112

কুম্ভ- এই রাশির জন্য এই ঘর শুভ নয়।  এই দিকের ঘরটি একটি সংগ্রামের দিকে আপনাকে ঠেলে দেবে। 

1212

মীন- এই রাশির জন্য দক্ষিণ মুখী ঘর ভাগ্য সরবরাহ করে, চাকরী থেকে ব্যবসা সবেতেই লাভবান হবেন।

Share this Photo Gallery
click me!
Recommended Photos