নামের প্রথম অক্ষর 'S', জেনে নিন কেমন প্রকৃতির মানুষ তাঁরা

ইংরাজি বর্ণমালার ১৯ তম বর্ণ হল এস। সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলির বাসিন্দাদের মধ্যে এস দিনে সন্তানের নাম রাখার প্রবণতা যথেষ্ট বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। মানুষের নামের মধ্যেই তার চরিত্র লুকিয়ে থাকে। আর চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। 

Asianet News Bangla | Published : Jan 21, 2021 6:14 AM IST

18
নামের প্রথম অক্ষর 'S', জেনে নিন কেমন প্রকৃতির মানুষ তাঁরা

ব্যবসা,কাজ বা বিয়ে, এই ধরণের মানুষরা সঙ্গী হিসেবে খুবই ভালো ও নির্ভরযোগ্য। 

28

এরা স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন, সেই মত জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।

38

এরা খুব বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এঁদের কূটনীতিবোধও চরম। রাজনীতিতেও এরা বেশ দক্ষ হন। 

48

কর্মঠ হওয়ার কারণে দেরি হলেও কর্মজীবনে এরা খুব সফল হন। 

58

অতিরিক্ত রাগের কারণে অনেক সময় বিপদের সম্মুখীন হন।

68

জীবনের প্রথম দিকে অর্থনৈতিক চাপ থাকলেও পরবর্তীকালে তা কেটে যায়।


 

78

এরা খুবই বিশ্বস্ত হন, পেশার দিক থেকেও এরা সহজেই মানুষের মন জয় করে নেন। 

88

যে সব জাতক জাতিকার নামের আদ্যক্ষর ‘S’তাঁদের জীবনে বেগুনি রং শুভ প্রভাব ফেলে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos