বর্তমানে সূর্য রয়েছে সিংহ রাশিতে। ১৭ আগস্ট,২০২০ কর্কট রাশি থেকে স্বরাশিতে প্রবেশ করেছে সূর্য। এবার নিজ রাশি ঘর ছেড়ে সূর্য প্রবেশ করবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে সূর্যের প্রবেশ খুব গুরুত্বপূর্ণ একটি যোগ। জ্যোতিষ মতে, সূর্য ১৬ সেপ্টেম্বর সিংহ থেকে কন্যায় প্রবেশ করার ফলে ১২টি রাশিচক্রের উপর ব্য়পক প্রভাব পড়বে। কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির।