অনেকসময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে এমন কিছু জিনিস পরে থাকতে দেখা যায় যেগুলি আদতে খুবই অশুভ। কিন্তু, অনেকেই তা গুরুত্ব দেন না। বরং ফেলে দেন। কবে আপনি বুঝতে না পারলেন ওই জিনিসগুলি আসলে আপনার খারাপ সময়ের ইঙ্গিতবাহী। এরকম কিছু অশুভ জিনিস হল টিকটিকির লেজ বা মাছের কাঁটা। কাজেই বাড়িতে যেখানে সেখানে এই সব জিনিস থাকলে তা পরিষ্কার করুন। আর ঘরও সব সময় পরিষ্কার রাখবেন।