বৃশ্চিক রাশি বুদ্ধিমান ও নির্ভিক হওয়ার কারণেই এরা পুলিশ, সৈনিক, পাইলট অথবা প্রশাসনিক বিভাগে কাজ করলে দ্রুত উন্নতি করে। নিজের মতে চলতে এরা ভালবাসে। তবে অনেকক্ষেত্রে এরা অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না।