রান্নাঘরে রাখা আবর্জনা- অনেক সময় রান্নাঘরের অতিরিক্ত নষ্ট হয়ে যাওয়া বাসনগুলি অনেকেই বাড়িতে সংরক্ষণ করে রাখেন। নানা ধরণের অব্যবহৃত কৌট বা ভাঙ্গা বা নষ্ট হয়ে যাওয়া বাসনপত্র আমরা সংরক্ষণ করে রেখে দিই। বাস্তু মতে রান্নাঘরে এ জাতীয় বাসন রাখলে নেতিবাচকতা ঘটে। এবং মা অন্নপূর্ণাও এতে ক্ষিপ্ত হয়।