মেষ রাশি- রাশি চক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এরা সৎ, বাস্তববাদী, নির্ভীক প্রকৃতির। এরা সম্পর্কের ব্যাপারে যত্নশীল হয়ে থাকে। এরা কাউকে মন দিলে সেই সম্পর্কে টিকিয়ে রাখার চেষ্টা করেন। এরা শারীরিক মিলন নিয়ে উদার স্বভাবের। এদের মতে, মনের মিল থাকলে, সম্পর্ক পোক্ত হওয়ার আগে শারীরিক মিলন বা যৌন মিলনে লিপ্ত হওয়া সম্ভব।