এই মাস দিয়েই শেষ হয় বাংলা বছরের। শুরু হয় এক নতুন বছর। এই মাসেই বসন্ত ঋতু নতুন করে সাজিয়ে দিয়ে যায় প্রকৃতিকে। আর জানান দেয় গ্রীষ্মের আগমণের। মানব জীবেন এই মাসের গুরুত্ব অপরিসীম। পুরনো বছরের শেষ হয়ে এক নতুন বছরের আগমন। জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেকটি দিনের রয়েছে কিছু বিশেষ তাৎপর্য। সপ্তাহের সাতটি দিনের মধ্যে মঙ্গলবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চললেই হতে পারে আপনার সার্বিক উন্নতি, মিলবে সৌভাগ্য। হিন্দু শাস্ত্রেও এই মাসে বহু রীতিনীতি পালনের নিয়ম রয়েছে। হিন্দু শাস্ত্র মতে এই মাসের প্রতি মঙ্গলবার যদি নিষ্ঠাভরে কিছু নিয়ম পালন করা যায়, তবে সংসারের নেতিবাচক শক্তি থেকে সহজেই মুক্তি মিলতে পারে। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি-