বৃহস্পতিবার এই কাজের ফলেই জীবনে আসবে সাফল্য, পূরণ হবে মনের ইচ্ছেও

 বৃহস্পতিবারের দিনটি নারায়ণ এবং ভগবান বৃহস্পতির জন্য উত্সর্গীকৃত বলে বিবেচিত হয়। যারা কঠোর পরিশ্রম করেও সাফল্য পাচ্ছেন না বা যাঁদের পরিবারে শান্তি নেই, বা তাদের বিবাহ যদি দেরী হচ্ছে, তবে বৃহস্পতিবার এই নিয়মগুলি পালন করলে এই ধরণের সমস্যাগুলি সমাধান করতে পারেন, সহজেই। জেনে নেওয়া যাক এই দিনে কোন কোন নিয়ম পালন করা উচিত-

deblina dey | Published : Jun 18, 2020 5:05 AM IST
17
বৃহস্পতিবার এই কাজের ফলেই জীবনে আসবে সাফল্য, পূরণ হবে মনের ইচ্ছেও

বৃহস্পতিবার ভগবান নারায়ণ এর পুজো করুন। বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ প্রদাণ করুন। 

27

পুজোর পরে, শ্রী হরি ভগবান বিষ্ণুকে হলুদ ফুল উত্সর্গ করুন। 

37

বৃহস্পতিবার দিন নারায়ণের প্রণাম মন্ত্রটি ১০৮ বার জপ করুন।

47

বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং আপনার সঙ্গে একটি হলুদ রুমালও রাখুন।

57

সন্ধ্যে বেলায় তুলসী মঞ্চে প্রদীপ ধরান

67

জলে কাঁচা হলুদ গুলে কলাগাছে দিয়ে দিন। 

77

এই দিনে ছোলা মসুর বা হলুদ জাতীয় খাবার খান, পুজোয় হলুদ ফল ব্যবহার করুন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos