শোওয়ার ঘরে আয়না রাখবেন না। আয়না জলের উপাদানের সঙ্গে সম্পর্ক যুক্ত। যা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শোওয়ার ঘরে একান্ত আয়না রাখতে হলে, এমন জায়গায় রাখুন, যাতে তা খাট থেকে দেখা না যায়। তা না হলে যেমন দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাবে, তেমনই যৌন জীবনে ব্যঘাত ঘটবে।