জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আবার পড়েছে শনিবার অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। ভারতে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই তাকে সুতককাল ধরা হয়। এবং শাস্ত্রমতে, ৩০ এপ্রিলের গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই এর কোনও সুতককাল থাকছে না। কারণ সুতককালে কোনও ধরনের শুভ কাজ করা যায় না। বছরের প্রথম সূর্যগ্রহণে যেহেতু কোনও সুতককাল নেই। তাই এবার আর এই বিধি কার্যকর হবে না। তবে শনিবার অমাবস্যায় এই সূর্যগ্রহণের বেশ কিছু নিয়মবিধি রয়েছে, যা নিষ্ঠাভরে পালন করে পুরোনো অনেক জিনিস ফিরে পেতে পারেন, এমনকী কোনও ইচ্ছাপূরণ এবং ধনসম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। আবার সূর্যগ্রহণের দিন নিষ্ঠাভরে এই জিনিসগুলি না মানলেই জীবনে আসতে পারে নানা রকমের জটিল সমস্যা।
শনিচরি অমাবস্যার এই সূর্যগ্রহণের দিন কী করবেন আর কী করবেন না, জেনে নিন একনজরে।