সাবধান! শনি অমাবস্যা যোগে প্রথম সূর্যগ্রহণের দিন ভুলেও করবেন না এই কাজগুলি, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আবার পড়েছে শনিবার অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।  ভারতে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই তাকে সুতককাল ধরা হয়। এবং শাস্ত্রমতে, ৩০ এপ্রিলের গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই এর কোনও সুতককাল থাকছে না। কারণ সুতককালে কোনও ধরনের শুভ কাজ করা যায় না। বছরের প্রথম সূর্যগ্রহণে যেহেতু কোনও সুতককাল নেই। তাই এবার আর এই বিধি কার্যকর হবে না। তবে শনিবার অমাবস্যায় এই সূর্যগ্রহণের বেশ কিছু নিয়মবিধি রয়েছে, যা নিষ্ঠাভরে পালন করে পুরোনো অনেক জিনিস ফিরে পেতে পারেন, এমনকী কোনও ইচ্ছাপূরণ এবং ধনসম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। আবার সূর্যগ্রহণের দিন নিষ্ঠাভরে এই জিনিসগুলি না মানলেই জীবনে আসতে পারে নানা রকমের জটিল সমস্যা।
শনিচরি অমাবস্যার এই সূর্যগ্রহণের দিন কী করবেন আর কী করবেন না, জেনে নিন একনজরে।

Riya Das | Published : Apr 22, 2022 4:46 AM IST
111
সাবধান! শনি অমাবস্যা যোগে প্রথম সূর্যগ্রহণের দিন ভুলেও করবেন না এই কাজগুলি, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে

চলতি বছরের সূর্যগ্রহণ যেহেতু এবার শনিবার পড়েছে সেজন্য শনিচরি অমাবস্যা যোগের মধ্যে পড়েছে এই গ্রহণ কাল।  ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আংশিক হতে চলেছে। কোথায় দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। 

211

ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র আট দিন পরেই হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ।  চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল। ২০২২ সালের প্রথম গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম দিকে। এছাড়াও এই গ্রহণ দেখা যাবে প্রশান্ত মহাসাগরে। এছাড়াও আটলান্টিক ও আন্টার্টিকাতেও এই গ্রহণ দেখা যাবে। তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। 

311

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ আবার পড়েছে শনিবার অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।  ভারতে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই তাকে সুতককাল ধরা হয়। এবং শাস্ত্রমতে, ৩০ এপ্রিলের গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না তাই এর কোনও সুতককাল থাকছে না। কারণ সুতককালে কোনও ধরনের শুভ কাজ করা যায় না। বছরের প্রথম সূর্যগ্রহণে যেহেতু কোনও সুতককাল নেই।

411

শনিবার অমাবস্যায় এই সূর্যগ্রহণের বেশ কিছু নিয়মবিধি রয়েছে, যা নিষ্ঠাভরে পালন করে পুরোনো অনেক জিনিস ফিরে পেতে পারেন, এমনকী কোনও ইচ্ছাপূরণ এবং ধনসম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। আবার সূর্যগ্রহণের দিন নিষ্ঠাভরে এই জিনিসগুলি না মানলেই জীবনে আসতে পারে নানা রকমের জটিল সমস্যা।

511

সূর্যগ্রহণের সময়ে ঘরের মন্দির বন্ধ রাখা হয়। এই সময় মন্দিরের দরজাও বন্ধ হয়। এবং বিগ্রহ ঢেকে রাখতে হয়। সূর্যগ্রহণের সময়টাতে ঠাকুরের জপ করে কাটান। এই সময়টায় ভুল করে পুজো করবেন না, এতে চরম বিপদ আসতে পারে।

611

শনিচরি অমাবস্যায়  সূর্যগ্রহণের দিন নিয়ম করে অনেক কিছু মানা হয়। যেমন সূর্যগ্রহণের দিন খাবারও জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন যাতে গ্রহণের নেতিবাচক প্রভাবে তাদের উপর না পড়ে এবং তা গ্রহণের পর খাওয়া যায় ।

711

শনিচরি অমাবস্যায়  সূর্যগ্রহণের পর অবশ্যই স্নান করে নিন এবং এই দিনে দান-ধ্যান করা ভাল। বিশেষ করে যারা জঞ্জাল পরিস্কার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিনটি শুভ বলে মানা হয়। বছরের প্রথম সূর্যগ্রহণের দিন জীবনের সমস্ত বাঁধা দূর করতে শিবের মন্ত্র জপ করতে পারেন একমনে। এতেও ফল পাবেন হাতেনাতে। 

811

বিশেষজ্ঞদের মতে, শনিচরি অমাবস্যার দিনে স্নান করে পরিস্কার জামাকাপড় পরে পুজো করলেই মনের কামনা পূরণ হতে পারে।শনিচরি অমাবস্যার দিনে সর্ষের তেল ও কালো তিল দিয়ে শনিদেবের পুজো করলে কাঙ্খিত ফল মিলবে হাতেনাতে।

911

সূর্যগ্রহণের দিন নেতিবাচক ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়, এই জন্য এই দিনটিতে কোনও ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন।

1011

শনিচরি অমাবস্যায়  সূর্যগ্রহণের সময় ভুল করেও রান্না করবেন না, এমনকী সব্জি, মাছ-মাংস কাটা থেকে বিরত থাকুন। এবং সূর্যগ্রহণ চলাকালীন কোনও খাবারও খাবেন না। এই সময় সূঁচে সুতো পরাবেন না।

1111

সূর্যগ্রহণের এই সময়টাতে গর্ভবতী মহিলাদের খুব সাবধানতা বজায় রেখে চলতে হয়। বিশেষত এই সময়টাতে ছুরি-কাঁচি দিয়ে কিছু কাটবেন না, এমনকী ছুরি-কাঁচির মতো কোনও ধারালো জিনিস ধরবেনও না। গ্রহণের সময়টা ভ্রমণ এড়িয়ে চলুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos