দাম্পত্য জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক মিলন। যৌন চাহিদা পরিতৃপ্তিতে উন্নত হয় দাম্পত্য জীবন। আবার শারীরিক মিলনের অভাবে সম্পর্কে দেখা দিতে পারে জটিলতা। কথিত আছে, শারীরিক মিলনের পর দুটো মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। আজ টিপস রইল সকল দম্পতিদের জন্য। তারা শোওয়ার ঘরে কয়টি পরিবর্তন আনুন। এতে সুখের হবে দাম্পত্য জীবন। জেনে নিন কী কী পরিবর্তন করা প্রয়োজন।