চার্জে ঘন্টা বাজছে, সেই সঙ্গে সকলে খুব খুশি। শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। সবাই একে অপরকে উপহার দিচ্ছে। কেক কাটা হচ্ছে। রঙিন ডিম দেখতেও সুন্দর লাগছে। কিংবা বলা যায়, আজ সারা বিশ্বকে দেখা যাচ্ছে উৎসবের রঙে মেতে উঠতে। কারণ আজ বিশেষ এক দিন। এই দিনে যিশু খ্রিস্ট আবার পুনঃরুজ্জীবিত হয়েছিলেন। এটা বলার জন্য যে ঈশ্বরের শরীরকে ধ্বংস করা যায় তাঁর পবিত্র আত্মাকে নয়। এই দিনটি ইস্টার হিসেবে পালিত হয়। সাধারণত এটি রবিবার পালিত হয়।