ঈশ্বরের আর্শীবার্দের ফলেই আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ফলে আমরা অনেক সময় প্রিয় ও আপনজনদের উপহার দেওয়ার সময় গণেশর মূর্তি বা গোপালের মূর্তি বেছে নিই। কোনও বিশেষ দিনে পরিচিত বা কাছের কোনও মানুষের শুভ কামনা বা খুশি করার জন্যই আমাদের উপহার দেওয়া। এমনিতে গণেশর মূর্তি বা গোপালের ছবি উপহার হিসেবে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে শাস্ত্র মতে কাউকে কোনও ঠাকুরের ছবি বা মূর্তি উপহার হিসেবে দেওয়া মানে আপনি তাঁর সমৃদ্ধি কামনা করে তাকে সেই উপহার দিচ্ছেন। এর ফলে অপরের সমৃদ্ধি কামনার জন্য পূণ্যলাভ হবে আপনারও। জ্যোতিষশাস্ত্র মতে, উপহার দিয়েও পূণ্যলাভ সম্ভব হয় এভাবে। তাই আগামীতে আপনজনদের কোনও এই ধরণের কোনও উপহার দেওয়ার আগে জেনে রাখুন এই নিয়মগুলি-