শাস্ত্র মতে, বাড়িতে বাস্তুদোষ থাকলেও বিয়েতে বাধা আসতে পারে। বাস্তু শাস্ত্র অনুসারে, যাদের বাড়িতে নেচিবাচক এনার্জি থাকে, তাদের বাড়ির সদস্যের বিয়েতে বাধা আসে। এক্ষেত্রে ঘর সাজান বাস্তু মেনে। বাড়িতে এমন কিছু জিনিস রাখবেন না, যাতে নেতিবাচক এনার্জি তৈরি হয়। তা না হলে বিয়েতে বাধা আসতে পারে।