কোন রাশির কোন বয়সে হয় সাফল্য লাভ, দেখে নিন আপনার রাশি কি বলছে

Published : Feb 10, 2021, 11:37 AM IST

কোন ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পরবর্তী জীবনে জীবিকা নির্বাহের জন্য চাকুরী বা অন্য কোনও বৃত্তি বিশেষ হল পেশা। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার রাশি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে সাহায্য করে। একই ভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। একজন মানুষ সম্পর্কে অনেক কিছুই অনুমান করা সম্ভব। জ্যোতিষশাস্ত্র মতে, আপনি কত বছর বয়সে জীবনে সাফল্য লাভ করেন তা জানা যায় রাশিফল থেকে। 

PREV
112
কোন রাশির কোন বয়সে হয় সাফল্য লাভ, দেখে নিন আপনার রাশি কি বলছে

তুলা- এরা সহজেই অন্যের সঙ্গে মিশে যেতে পারে। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২৪, ২৫, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ বছর বয়সে।

212

মকর- এরা সাফল্য অর্জনের পথে কোনও বাধাই সহ্য করে না। এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২৫, ৩৩, ৩৫ ও ৩৬ বছর বয়সে।

312

কন্যা- এদের মধ্যে নিজেকে উন্নত করে গড়ে তোলার প্রবণতা দেখা যায়। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ১৬, ২২, ২৫, ৩২, ৩৫ ও ৩৬ বছর বয়সে।

412

বৃশ্চিক- এদের সহজাত স্বভাব ও কথা বলার ধরন অন্যদের খুব সহজেই আকর্ষণ করে। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২২, ২৪, ২৪ ও ৩২ বছর বয়সে।

512

মীন- এরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী। এরা পরিচিত-অপরিচিত সবার প্রতিই দয়ালু। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ১৬, ২২, ২৮, ৩৩ ও ৩৪ বছর বয়সে।

612

সিংহ- এই রাশি অত্যন্ত বুদ্ধিমান, তেমনই শক্তিশালী চরিত্র। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ১৬, ২২, ২৪, ২৬, ২৮ ও ৩২ বছর বয়সে।

712

মিথুন-  এরা ব্যক্তিত্বে স্বতন্ত্র। পৃথিবীর সব কিছু নিয়েই এদের কৌতূহল। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২২, ৩২, ৩৫, ৩৬ ও ৪২ বছর বয়সে।

812

কুম্ভ- এরা অত্যন্ত স্বাধীনতাপ্রিয়। তবে এদের মুড খুব দ্রুত বদলাতে থাকে। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২৫, ২৮, ৩৬ ও ৪২ বছর বয়সে।

912

মেষ- মানসিক শক্তির দিক দিয়ে এরা যথেষ্ট সবল। তাই সাফল্য এরা লাভ করেই। এই রাশির জাতক- জাতিকারা সাফল্য লাভ হয় ১৬, ২২, ২৮, ৩২ ও ৩৬ বছর বয়সে।

1012

ধনু- এরা অভিজ্ঞতাকেই সবচেয়ে মূল্যবান বলে মনে করে। এরা খুব স্বতঃস্ফূর্ত এবং স্বাধীনচেতা। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ১৬, ২২ ও ৩২ বছর বয়সে।

1112

কর্কট- এদের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা সবথেকে কঠিন। পাশাপাশি এরা অত্যন্ত স্পর্শকাতর। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ১৬, ২২, ২৪, ২৫, ২৮ ও ৩২ বছর বয়সে।

1212

বৃষ- এরা অত্যন্ত কর্মঠো। নিজের ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলে। এই রাশির জাতক- জাতিকারা  সাফল্য লাভ করে ২২, ৩২, ৩৫, ৩৬ ও ৪২ বছর বয়সে।

click me!

Recommended Stories