প্রবীণ শিল্পপতি রাহুল বাজাজ (Rahul Bajaj) প্রায়াত। ৮৩ বছর বয়সে শেষ আজ (শনিবার) নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ১৯৩৮ সালের ১০ জুন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতায় জন্মগ্রহণ করেছিলে রাহুল বাজাজ। তবে পড়াশুনা মূলত দিল্লি ও মুম্বই থেকে। উচ্চশিক্ষার জন্য বিদেশেও গিয়েছিলেন রাহুল বাজাজ। বিদেশ থেকে ফিরে দেশে বাজাজ অটোর দায়িত্ব নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে শিখরে উঠে বাজাজ অটো গ্রুপ। ১৯৬৮ সালে রাহুল বাজাজ বাবাজ অটো (Bujaj Auto) এর এফেকটিভ অফিসার হিসেবে দায়িত্ব সামলান। তাঁর নেতৃত্বে বাজাজ অটো মধ্যবিত্ত ভারতীয়র পরিবহনে আনে নতুন দিগন্ত। তাঁরই নেতৃত্বে বদলে গিয়েছিল ভারতের মধ্যবিত্তের পরিবহণ। যার প্রভাব পড়েছিল আর্থসামাজিক দিকেও। জেনে নেওয়া যাক ভারতে জনপ্রিয় বাজারের ৮ সেরা বাইক