এছাড়া, গাড়িটিতে সাধারণ জ্বালানি চালিত গাড়ির মতোই ক্লাচ, ব্রেক ও অ্য়াক্সিলেটরের প্যাডেল রয়েছে। পাশে মসৃণ এবং স্মার্ট গিয়ার রয়েছে। তবে, পুরো ড্যাশবোর্ড জুড়েই একটি এলইডি ডিসপ্লেও দেখা যাচ্ছে। অ্যাপলের তৈরি গাড়িতে তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 'সিরি'র সমর্থন মিলবে বলেই সকলে আশা করছেন। এই ডিসপ্লেটি সেই ধারণাকেই আরও উসকে দিয়েছে। কাজেই, পুরোপুরি স্বায়ত্তশাসিত প্রযুক্তিতে না চললেও, কিছু পরিমাণে তা ব্যবহার করা হবে, তা বোঝাই যাচ্ছে।