হাতের মুঠোয় আসতে চলেছে এবার স্কুটার-মোটরবাইক, কমতে পারে জিএসটি-র হার, দেখুন ছবি

 
 স্কুটার এবং মোটরবাইকের উপরে প্রযোজ্য জিএসটি-র হার কমার সম্ভাবনা রয়েছে৷ কারণ মঙ্গলবার সেরকমই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি তোলা হবে৷ জিএসটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী নিজেই৷ বর্তমানে স্কুটার, বাইকের দামের উপরে ২৮ শতাংশ হারে জিএসটি ভরা হয়৷ জিএসটি-র এই চড়া হার কমিয়ে আনার জন্য  কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিল শিল্প মহল৷ সেই আবেদনেই সাড়া দিয়েছে সরকার৷ 


 

Ritam Talukder | Published : Aug 26, 2020 7:40 AM IST / Updated: Aug 26 2020, 01:12 PM IST
16
হাতের মুঠোয় আসতে চলেছে এবার স্কুটার-মোটরবাইক, কমতে পারে জিএসটি-র হার, দেখুন ছবি

 স্কুটার এবং মোটরবাইকের উপরে প্রযোজ্য জিএসটি-র হার কমার সম্ভাবনা রয়েছে৷ কারণ মঙ্গলবার সেরকমই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ 
 

26

অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি তোলা হবে৷ জিএসটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী নিজেই৷

36


বর্তমানে স্কুটার, বাইকের দামের উপরে ২৮ শতাংশ হারে জিএসটি ভরা হয়৷ জিএসটি-র এই চড়া হার কমাতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিল শিল্প মহল৷ সেই আবেদনেই সাড়া দিয়েছে সরকার৷ 
 

46


বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্যা সাধারণত জিএসটিকাউন্সিলের সদস্যদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকে না৷ তাই অর্থমন্ত্রীর ইঙ্গিতের  উপরে এর জিএসটি-র হার কমবে বলেই ধরে নেওয়া যায়৷

56


 দেশে এমনিতেই গাড়ি বিক্রির হার কমছিল৷ করোনার জেরে তা আরও কমে আসে৷ যদিও তুলনামূলক ভাবে স্কুটার এবং বাইকের চাহিদা বেড়েছে৷ এই পরিস্থিতিতে স্কুটার, মোটরবাইকের উপরে জিএসটি-র হার কমালে অটোমোবাইল শিল্প কিছুটা চাঙ্গা হতে পারে বলে আশাবাদী সরকার৷

66


মোটরবাইক চালানোর ক্ষেত্রে এবার থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম মানতে হবে চালক এবং সওয়ারিদের৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos