স্কুটার এবং মোটরবাইকের উপরে প্রযোজ্য জিএসটি-র হার কমার সম্ভাবনা রয়েছে৷ কারণ মঙ্গলবার সেরকমই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবটি তোলা হবে৷ জিএসটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী নিজেই৷ বর্তমানে স্কুটার, বাইকের দামের উপরে ২৮ শতাংশ হারে জিএসটি ভরা হয়৷ জিএসটি-র এই চড়া হার কমিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছিল শিল্প মহল৷ সেই আবেদনেই সাড়া দিয়েছে সরকার৷