অন্যান্য ইন্টিরিওর ডিজাইনের মধ্যে রয়েছে তিনটি সারির বসার জায়গা সহ রেয়ার সিট এন্টারটেইনমেন্ট স্ক্রিন, গাড়ির দ্বিতীয় সারির সিটে থাকবে একটি পোর্টেবল টেবিল। সেই সঙ্গে হাত রেখে আরাম করে বসার জন্য হ্যান্ডেল তো থাকছেই। বলা বাহুল্য, মার্সিডিজ বেঞ্চের সব গাড়িতেই ইন্টিরিওর ডিজাইনের মূল লক্ষ্যই হল যাত্রীদের সুবিধা ও আরামের সঠিক ব্যবস্থা।