মার্সিডিজ বেঞ্চের নতুন বৈদ্যুতিন গাড়ি, আসছে ১৯ এপ্রিল

মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসতে চলেছে নতুন বৈদ্যুতিন গাড়ি। সম্প্রতি এই সংস্থার তরফে EQE সিডান ও  AMG ডেরিভেটিভস প্রকাশ্যে আসার পর এবার নয়া চমকের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্চের নতুন মডেল EQS সাবের সঙ্গে সকলের পরিচয় হবে আগামী ১৯ এপ্রিল। 

Kasturi Kundu | Published : Mar 16, 2022 2:34 PM IST
18
মার্সিডিজ বেঞ্চের নতুন বৈদ্যুতিন গাড়ি, আসছে ১৯ এপ্রিল

নতুন বছরে গাড়ি প্রেমীদের জন্য এসে গেল এক দুর্দান্ত খবর। আর সেটা যদি মার্সিডিজ বেঞ্চের মত কোনও কোম্পানির হয় তাহলে তো একেবারে কেল্লাফতে। যদি এই গাড়ির দাম সাধারণের সাধ্যের বাইরে হলেও এই সংস্থার গাড়ির নিত্য নতুন মডেলের প্রতি সকলেরই কম বেশি একটা আকর্ষণ থেকেই থাকে। 

28

মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসতে চলেছে নতুন বৈদ্যুতিন গাড়ি। সম্প্রতি এই সংস্থার তরফে EQE সিডান ও  AMG ডেরিভেটিভস প্রকাশ্যে আসার পর এবার নয়া চমকের অপেক্ষা। মার্সিডিজ বেঞ্চের নতুন মডেল EQS সাবের সঙ্গে সকলের পরিচয় হবে আগামী ১৯ এপ্রিল। 
 

38

আগামী ১৯ এপ্রিল মার্সিডিজ বেঞ্জের নতুন মডেল EQS সাব গাড়ি বাজারে পা রাখার আগেই এই গাড়ির ইন্টিরিওর ডিজাইন কিন্তু সকলের সামনে ইতিমধ্যেই চলে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মার্সিডিজ বেঞ্চের আসন্ন মডেলের সঙ্গে EQS সেডানের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। যেখানে থাকবে একটা লাক্সারি কেবিন আর সেই সঙ্গে উন্নত প্রযুক্তির জিনিসপত্র আর ফিচারের সমন্বয় দেখা যাবে মার্সিডিজ বেঞ্চের নতুন গাড়িতে। 

48

এছাড়াও এই গাড়িতে থাকছে ৫৬ ইঞ্চি MBUX হাইপারস্ক্রিন যেটি EQS মডেলের সঙ্গে মিল রয়েছে। সেই সঙ্গে থাকবে ডিজিটাল ইন্স্রুমেন্ট ক্লাস্টার, ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং একটি প্যাসেঞ্জার ডিসপ্লে। মার্সিডিজের ইন্টিরিওর দেখে সকল গাাড়ি প্রেমী যে বোল্ড আউট সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। 
 

58

 মার্সিডিজ বেঞ্চের আসন্ন নতুন মডেল EQS সিরিজে যে নতুন ফিচার রয়েছে যেমন ফ্রন্ট প্যাসেঞ্জার ডিসপ্লে যেটি ভিডিও প্লেব্যাকের জন্য ব্যবহার করা হবে। এর জন্য গাড়ির প্যাসেঞ্জারকে কানে হেডফোন লাগাতে হবে। এর ফলে গাড়ি চালকের মনোসংযোগও নষ্ট হবে না। গাড়ি চালক যদি কোনও কারনে এই ডিসপ্লের দিকে তাকায় তাহলে কিন্তু সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। 

68

অন্যান্য ইন্টিরিওর ডিজাইনের মধ্যে রয়েছে তিনটি সারির বসার জায়গা সহ রেয়ার সিট এন্টারটেইনমেন্ট স্ক্রিন, গাড়ির দ্বিতীয় সারির সিটে থাকবে একটি পোর্টেবল টেবিল। সেই সঙ্গে হাত রেখে আরাম করে বসার জন্য হ্যান্ডেল তো থাকছেই। বলা বাহুল্য, মার্সিডিজ বেঞ্চের সব গাড়িতেই ইন্টিরিওর ডিজাইনের মূল লক্ষ্যই হল যাত্রীদের সুবিধা ও আরামের সঠিক ব্যবস্থা।
 

78

 যদিও মার্সিডিজ EQS সাভ তার পাওয়ারট্রেন সম্পর্কে কিছু প্রকাশ করেনি তবে আশা করা হচ্ছে EQS সিরিজের অন্যান্য মডেলের সঙ্গে এর সাদৃশ্য থাকবে। সেই হিসাবে একদম ওপরে ৫৪০ ফোর ম্যাটিক গুইস, ৫১৬ bhp প্রোডিউসেস ও ৮৫৫ Nm এবং ৭৭০ কিলোমিটারের WLTPসাইকেল পরিপূর্ণ করার সুযোগ দিতে পারে। 
 

88

  স্যান্ডার্ড EQS-র তরফে নিশ্চিত করা হয়েছে যে  চলতি বছরে মার্সিডিজ বেঞ্চের যে নতুন মডেল বাজারে আসতে চলেছে সেটি স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা যাবে। সেই দিক থেকে দেখলে  EQS সাব যে নতুন মডেল সেটির অ্যাসেম্বলও এখানে করা সম্ভব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos