সূত্র থেকে জানা গেছে , মাঝরাত থেকে শরীরটা খারাপ হতে শুরু করে পরীমণির (Pori Moni)। জ্বর-ঠান্ডা-কাশি সহ করোনার সমস্ত উপসর্গই পরীমণির শরীরে ছিল। নিজের শরীরকে উপেক্ষা করেই শুটিং সেটে হাজির হয়েছিলেন পরীমণি। তারপরই শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় পরীমণিকে।