জিভ দিয়ে চাটছে সারা মুখ, কাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন জয়া, আদরে মাখা ভিডিও ভাইরাল নিমেষে

ওপার বাংলাতেই শুধু নয়,  এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর  জয়া আহসান বর্তমানে রয়েছেন নিয়ইয়র্কে।  সেখান থেকেই একের পর এক ছবি- ভিডিও শেয়ার করছেন জয়া। এবার ভক্তদের জন্য আদুরে মাখা ভিডিও শেয়ার করেছেন যেখানে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে জয়াকে,আদরে মাখা ভিডিওতেই মন গলেছে নেটিজেনদের।
 

Riya Das | Published : Sep 27, 2021 3:31 PM
110
জিভ দিয়ে চাটছে সারা মুখ, কাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন জয়া, আদরে মাখা ভিডিও ভাইরাল নিমেষে


এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী  জয়া আহসান (Jaya Ahsan)  সর্বদাই রয়েছেন নেটিজেনদের নজরে। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। 

210

বয়স প্রায়  ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই।  এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন নিউকামারদের। 
 

310

তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া। মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল।
 

410


সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ জয়া। কীভাবে ভক্তদের ধরে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত জয়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর  জয়া আহসান বর্তমানে রয়েছেন নিয়ইয়র্কে। 

510

 সেখান থেকেই একের পর এক ছবি- ভিডিও শেয়ার করছেন জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য আদুরে মাখা ভিডিও শেয়ার করেছেন যেখানে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে জয়াকে, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
 

610


নিউ ইয়র্কেই পোষ্যর সঙ্গে ভিডিও পোস্ট করেছেন জয়া। যেখানে সারমেয়কে জড়িয়ে ধরে আদর করছেন জয়া। পোষ্য জিভ দিয়ে সারা মুখ চাটতেই ব্যস্ত জয়ার।
 

710


সারমেয় বুকে জড়িয়ে আদুরে চুম্বন করলেও সে যেন কোলও থেকে নামতেই বদ্ধ পরিকর। সুন্দরীর চুমুতে তার বিশেষ কোনও আগ্রহ নেই। আদরে মাখা এই মিষ্টি ভিডিও নেটদুনিয়ার হটকেক।

810

ভিডিও শেয়ার করে জয়া লিখেছেন 'মাই লাভ বিও'। আদরের ভিডিও ভক্তদের মন কাড়লেও নেটিজেনরা অনেকেই বলেছেন 'কুকুরের লালা হারাম প্লাস বিষাাক্ত'। কেউ বলেছেন 'মানুষের চেয়ে কুকুর উত্তম'। তবে জয়া কারোর কোনও কথাতেই কান দেননি।

910

উন্মুক্ত চাবুক শরীর, খোলামেলা পোশাকে জয়ার হট অবতারে মুগ্ধ দুই বাংলার অনুরাগীরা। তবে সমালোচনায় কান না নিয়ে তিনি নিজের কাজ করেই চলেছেন।

1010


নিজের কাজের মধ্যেই ব্যক্তিত্বের ছাপ রেখে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা জয়া আহসান। ইতিমধ্যেই করোনা আবহে তিনটি বাংলাদেশী ছবির কাজ সেরেছেন জয়া। অন্যদিকে এপার বাংলাতেও কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'অর্ধাঙ্গিনী' এবং শিলাদিত্য মৌলিক পরিচালিত 'ছেলেধরা' ছবিতে অভিনয় করতে দেখা যাবে  জয়াকে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos