বিশেষভাবে ডিজাইন করা মুজিব জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে উচ্চমানের গাতে তৈরি পলি খাদি কারড় দিয়ে। কালো রঙের এই মুজিব জ্যাকেটগুলিতে রয়েছে ৬টি করে বোতাম। নীচের দিকে দুই পাশে রয়েছে দুটি পকেট। বুকের কাছে বাম দিকে থাকে আছে আরও একটি পকেট। ঠিক যেরকম জ্যাকেট মুজিব পরতেন।