ঢাকায় মোদীর গায়ে বিখ্যাত 'মুজিব জ্যাকেট', স্লোগান দিলেন 'জয় বাংলা', দেখুন ছবিতে ছবিতে

দুদিনের সফরে শুক্রবার বাংলাদেশ গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ছিল, সেই দেশের জাতির জনক মুজিবুর রহমানের শততম জন্মদিন। মুজিবের জন্মদিন বাংলাদেশে জাতীয় দিবস হিসাবে পালিত হয়। সেইসঙ্গে এই বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষও বটে। সেই উপলক্ষ্যেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আর ঢাকায় বাংলাদেশ সরকারের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরণে দেখা গেল ঐতিহ্যবাহী 'মুজিব  জ্যাকেট'।

 

amartya lahiri | Published : Mar 26, 2021 2:24 PM IST / Updated: Mar 26 2021, 07:57 PM IST
116
ঢাকায় মোদীর গায়ে বিখ্যাত 'মুজিব জ্যাকেট', স্লোগান দিলেন 'জয় বাংলা', দেখুন ছবিতে ছবিতে

লকডাউনের পর থেকে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ঢাকা বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

216

বিমানবন্দরেই দুই প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় বাংলাদেশি সেনা।

316

বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশের জাতীয় শহিদ স্মারকে গিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

 

416

সেখানে একটি চারাগাছও রোপন করেন তিনি।

 

516

ভিসিটরস বুক-এ তাঁর অভিজ্ঞতাও লিপিবদ্ধ করেন।

 

616

হোটেলে তাঁকে সেখানে স্বাগত জানান অনাবাসী ভারতীয়রা।

 

716

এরপর, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিত হন তিনি।

 

816

সাকিব আল হাসান-সহ বাংলাদেশের যুব সম্প্রদায়ের বিভিন্ন কৃতী ব্যক্তিত্বর সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী মোদী।

 

916

তারপর বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

 

1016

এরপর বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকার প্যারেড মাঠে আসেন দুই দেশের প্রধানমন্ত্রী।

1116

ভারত এই বছর গান্ধী শান্তি পুরষ্কার দিয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেই। তাঁর কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেই স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী মোদী।

1216

এই অনুষ্ঠানেই তাঁর গায়ে দেখা গিয়েছে ঐতিহ্যবাহী কালো রঙের 'মুজিব জ্যাকেট'।

 

1316

ভারতীয় খাদি গ্রামোদ্যোগের কাছে আগেই ১০০টি মুজিব জ্যাকেটের অর্ডার দিয়েছিল ঢাকার বাংলাদেশ হাই কমিশন। এদিন তারই একটি দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরণে।

1416

ভারতে যেমন নেহরু জ্যাকেট, বাংলাদেশে তেমনই জায়গা 'মুজিব জ্যাকেট'-এর। এই জ্যাকেটের শৈলি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের একান্ত নিজস্ব বলে মনে করা হয়।

1516

বিশেষভাবে ডিজাইন করা মুজিব জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে উচ্চমানের গাতে তৈরি পলি খাদি কারড় দিয়ে। কালো রঙের এই মুজিব জ্যাকেটগুলিতে রয়েছে ৬টি করে বোতাম। নীচের দিকে দুই পাশে রয়েছে দুটি পকেট। বুকের কাছে বাম দিকে থাকে আছে আরও একটি পকেট। ঠিক যেরকম জ্যাকেট মুজিব পরতেন।

1616

বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা স্লোগান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 'জয় বাংলা'। এদিন প্রধানমন্ত্রী মোদীও তাঁর ভাষণ শেষ করেন 'জয় বাংলা' স্লোগান দিয়েই। এই স্লোগান আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান।

Share this Photo Gallery
click me!

Latest Videos