এই অবস্থায় দারুণ সমস্যায় পড়েছে হাসিনা সরকার। এমনিতে হাসিনা নিজে ও তাঁর দলের নেতারা, হাসিনার, 'ইসলামের একজন প্রকৃত অনুগামী', এমন ভাবমূর্তিই তুলে ধরেন। তবে সেইসঙ্গে বলা হয় তিনি ধর্মের আধুনিকায়নে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে বিশ্বাসী। এই অবস্থায় হেফাজত-এর আন্দোলন তাঁর সেই 'ইসলাম অনুগামী' ভাবমূর্তি কলুষিত করতে পারে। তবে চট্টগ্রাম-সহ গোটা বাংলাদেশেই হেফাজতের সমর্থন যেভাবে বাড়ছে, তাতে হেফাজত-এর কথা মতো না চললে ক্ষমতা হারাতে পারেন তিনি। শোনা যায় গত নির্বাচনে এই হেফাজতের মতো বেশ কিছু আপত্তিজন গোষ্ঠীর সমর্থনের জোরেই প্রায় নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করেছিল আওয়ামি লিগ।