উন্মুক্ত নাভি, স্পোর্টস ব্রা ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, শাশুড়ি শ্রাবন্তীকে টেক্কা হবু বউমা দামিনীর

Published : Aug 31, 2021, 10:55 AM IST

বলি থেকে টলি, সময় পেলেই তারকারা উড়ে যান তাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে। টলিউডের বহু তারকারাই তাদের প্রিয় মানুষদের নিয়ে একান্তে সময় কাটাতে উড়ে যান মলদ্বীপে। সদ্যই মলদ্বীপে উড়ে গেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছেলে অভিমন্যু  ও হবু বউমার সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে রয়েছেন। মলদ্বীপে গিয়ে প্যান্ট ছাড়াই ছবি পোস্ট করে রীতিমতো শিরোনামে উঠে এসেছিলেন শ্রাবন্তী, এবার হট প্যান্ট, স্পোর্টস ব্রা-তে শ্রাবন্তীকে টক্কর দিচ্ছে হবু বউমা দামিনী।

PREV
19
উন্মুক্ত নাভি, স্পোর্টস ব্রা ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকা, শাশুড়ি শ্রাবন্তীকে টেক্কা হবু বউমা দামিনীর

বলি থেকে টলি, সময় পেলেই তারকারা উড়ে যান তাদের পছন্দের ডেস্টিনেশন মলদ্বীপে। টলিউডের বহু তারকারাই তাদের প্রিয় মানুষদের নিয়ে একান্তে সময় কাটাতে উড়ে যান মলদ্বীপে।

29

 এতক্ষণে সকলেই জানেন  মলদ্বীপে উড়ে গেছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছেলে অভিমন্যু  ও হবু বউমার সঙ্গেই মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে ছেলে ও হবু বউমাই শুধু নয়, চর্চিত প্রেমিকও নাকি তাদের সঙ্গে রয়েছেন।

39


নিজের সোশ্যাল মিডিয়ায়  মলদ্বীপ ভ্যাকেশনের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। হাতে লাল পানীয়র গ্লাস, সাদা  লং শার্ট পরে বোল্ড অবতারে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।  বোল্ড অবতারে শ্রাবন্তীকে দেখে চোখ কপালে নেটিজেনদের।

49


প্যান্ট ছাড়াই, সাদা শার্ট পরে নীল সাগরে ভেসে বেড়াচ্ছেন শ্রাবন্তী। কখনও  সুইমিং পুলের জলে দাঁড়িয়ে, আবার কখনও  লাল আলোয় রাতের মলদ্বীপে খুল্লামখুল্লা জীবন চুটিয়ে উপভোগ করছেন শ্রাবন্তী। 
 

59

সাসপেন্স-ধোঁয়াশা- বিতর্ক  এই তিনকে সঙ্গী করেই মলদ্বীপ ট্রিপ উপভোগ করছেন শ্রাবন্তী। ইনস্টা স্টোরিতে একের পর এক ছবি ভেসে উঠছে। ফোটোসেশন থেকে খানাপিনা সবই চলছে জোরকদমে।

69

প্যান্ট ছাড়া পোশাক থেকে  ছেলে - হবু বউমা- বয়ফ্রেন্ডের সঙ্গে একসঙ্গে ভ্যাকেশন ট্রিপ। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রাবন্তী। যদিও ডোন্ট কেয়ার শ্রাবন্তী সাফ জানিয়েছেন, সেলিব্রেট লাইফ।
 

79

এবার হট প্যান্ট, স্পোর্টস ব্রা-তে শ্রাবন্তীকে টক্কর দিচ্ছে হবু বউমা দামিনী। বেশ কয়েকদিন ভ্যাকেশন ট্রিপ চুটিয়ে উপভোগ করেছেন দামিনী। এতদিন কোনও ছবি পোস্ট না করলেও এবার ছবিতে ঘুম উড়িয়েছেন ভক্তদের।
 

89

পিছনে দিগন্ত বিস্তৃত নীল আকাশ, যতদূর চোখ যাচ্ছে জলরাশি। পরণে হলুদ রঙের জামা, জলের ধারে বসে ছবিতে পোজ দিয়েছেন অভিমন্যুর প্রেমিকা দামিনী।

99

কালো হট প্যান্ট, আকাশী রঙের স্পোর্টস ব্রা, খোলা চুলেই ছবিতে ক্লিক করেছেন দামিনী। ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালিয়েছেন দামিনী।  শাশুড়ি ও  হবু বউমার মধ্যে যে হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

click me!

Recommended Stories