'যৌন নিগ্রহ অনেক হয়েছে, আর নয়', গার্হস্থ্য হিংসার বিরুদ্ধ ফুঁসে উঠলেন লড়াকু জয়া

গার্হস্থ্য  হিংসার শিকার দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে লকডাউনে যেন এর মাত্রা বেড়ে দ্বিগুন হয়েছে। শুধু দরিদ্র পরিবারেই নয় বরং উচ্চশিক্ষিত পরিবারেও যৌন নিপীড়ন যেন একটা ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। দিনের পর দিন তা মুখ বুজে সহ্য করছেন মেয়েরা। আর এটাই হল আমাদের চেনা সমাজ। সংসার করতে গেলে মুখ বুজে অন্যায় সহ্য করে থাকতে হয়, এটাও সমাজেরই শেখানো। কিন্তু এসব শোনার বা বলার দিন শেষ। অনেক সহ্য করেছি কিন্তু আর নয়, ওপার বাংলার সাড়াজাগানো অভিনেত্রী জয়া আহসান মুখ খুললেন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে।

 

Riya Das | Published : Sep 15, 2020 4:08 AM IST / Updated: Sep 15 2020, 09:42 AM IST

19
'যৌন নিগ্রহ অনেক হয়েছে, আর নয়', গার্হস্থ্য  হিংসার বিরুদ্ধ ফুঁসে উঠলেন লড়াকু জয়া

যৌন নিপীড়ন, মারধর, গার্হস্থ হিংসা এ সবই যেন আদি অনন্তকাল ধরে নীরবে সহ্য করে আসছে মেয়েরা।

29


এই অত্যাচার থামানোর তো চেষ্টা কেউ করেননি, উল্টে এর সীমা যেন দ্বিগুন ছাড়িয়েছে। কিন্তু  আর নয়, এবার বলার সময় এসেছে।

39

মেয়েদের উপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে মুখ খুললেন অভিনেত্রী জয়া আহসান। 

49

কমনওয়েলথের এই বিশেষ প্রচারে ৫৪ টি সদস্য দেশ যুক্ত রয়েছে। এবং সেই প্রচার মঞ্চেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন জয়া আহসান।

59

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু তারকাও সামিল এই প্রতিবাদ প্রচারে। সেখানেই নো মোর ক্যাম্পেনিংয়ে সামিল জয়া।

69

সোশ্যাল প্ল্যাটফর্মে অভিনেত্রী অনেক প্রশ্নই তুলেছেন। কোভিড নিয়ে সকলেই আতঙ্ক। কিন্তু প্রতিদিন ঘটে চলা নিপীড়ন যে  কত নারীর জীবন শেষ করছে তিলে তিলে সেটা আতঙ্কের থেকে কম কী।

79

অভিনত্রী জয়া আরও মনে করিয়ে দিয়েছেন, অনেক হয়েছে আর নয়, সুস্থ আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীরাও।

89

নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত জয়ার মন্তব্য এই অত্যাচার বন্ধ হোক। সকলের জীবনেই ফিরে আসুক ভালবাসা। 

99

আতঙ্কের খোলস ছেড়ে বেরিয়ে আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখে নারীরা। আর একটাই মন্ত্র ধ্বনিত হোক, আর নয়।

Share this Photo Gallery
click me!
Recommended Photos