'চোখের বালি'র বিনোদিনী এখন পাক্কা গিন্নি, করোনা আবহে ফিরে গেলেন বিয়ের মুহূর্তে

Published : Sep 14, 2020, 03:17 PM IST

'চোখের বালি'র অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায় গত বছর ডিসেম্বর নাগাদ বিয়ের বন্ধনে আবদ্ধ হন। লকডাউনের ঠিক আগেই বিয়ে সেরে ফেলেছিলেন তিনি। বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন তিনি। 'চোখের বালি' ধারাবাহিকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শকমহলকে। 'জীবন জ্যোতি' ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনয় জগতে কাজ করা ধীরে ধীরে বন্ধ করেছিলেন তিনি। অভিনয় জগতকে বিদায় জানিয়ে নতুন জীবনের সূচনা করেন তিনি।   

PREV
19
'চোখের বালি'র বিনোদিনী এখন পাক্কা গিন্নি, করোনা আবহে ফিরে গেলেন বিয়ের মুহূর্তে

তবে সূত্রের খবর, তানিয়া ফিরতে পারেন অভিনয় জগতে। সম্প্রতি বিয়ের অ্যালবাম শেয়ার করলেন অভিনেত্রী। 

29

থ্রোব্যাকে ছুঁটে গেলেন সেই বিশেষ দিনে। লাল বেনারসীতে সেজে উঠেছিলেন বিয়ের দিন। 

39

সঙ্গে সোনার ভারী গয়না, মেহেন্দি, মুকুটে তাঁর রূপ যেন ঠিকরে পড়ছিল। 
 

49

বরের সঙ্গে ক্যানডিড মুহূর্ত থেকে শুরু করে পোজ দিয়ে ভিডিও শ্যুটও করেছিলেন তানিয়া। 

59

লকডাউনের রেশ কাটলেও কাটেনি করোনা আবহ। চারিপাশে কেবল খারাপ খবরেই ভরছে সংবাদ শিরোনাম। 

69

সেখানেই নিজের বিয়ের পুরনো ছবি, ভিডিও আপলোড করে ভক্তদের মন ভোলালেন তানিয়া। 
 

79

বউভাতের দিন সেজে উঠেছিলেন নীল রঙের বেনারসী পরেছিলেন তানিয়া। খোলা চুলে হালকা গয়না।

89

তাঁর এই বউভাতের লুকে প্রশংসায় ভরেছিল সোশ্যাল মিডিয়া। তানিয়ার রূপে চিরকালই মুগ্ধ হয়ে এসেছে দর্শকরা। 

99

তাঁকে অনস্ক্রিনে ভক্তরা যতখানি পছন্দ করেছেন ততখানিই তাঁর বিয়ের দিনেও তানিয়াকে দেখে মুগ্ধ হয়েছে ভক্তকূল। 

click me!

Recommended Stories