শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় বার বিয়ে ভাঙার কারণেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। যদিও ট্রোলডকে পাত্তা না দিয়ে তিনি বেশ খোশমেজাজেই রয়েছে।
211
আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে।
311
সদ্য রাজনীতিতে যোগ দিয়েছিলেন নায়িকা শ্রাবন্তী, মিলেছিল নির্বাচনী টিকিটও। তারপরই তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গো-হারা হারেন শ্রাবন্তী।
411
বিজেপি-তে যোগদান করে বিপুল ভোটে হারার পরই ফের শ্রাবন্তীকে নিয়ে জলঘোলা শুরু হয়েছে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
511
তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরেছেন শ্রাবন্তী। এতদিন মমতাঘনিষ্ঠ বলে পরিচিত হলেও বিজেপিতে গিয়েই সুরবদল হয়েছিল নায়িকার।
611
তবে ভোটে হারার পর সেভাবে মুখ খুলতে দেখা যায়নি বরং সুর নরম করেই মমতাকে পিসি বলে কটাক্ষ নয়, বরং দিদি বলে সম্বোধন করে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী।
711
এবার ভোটে হেরেই ছেলে অভিমন্যু ও হবু বউমা দামিনীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে।
811
অভিমন্যুর ইনস্টা স্টোরিতে মা এবং প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে শ্রাবন্তী পুত্রকে।