গত ৯ মাস ধরে একসঙ্গে থাকেন না রোশন-শ্রাবন্তী। খাতায়-কলমে তৃতীয় বিয়ে না ভাঙলেও ফের নাকি সংসার পাততে চান রোশন। এমনকী দ্বারস্থ হয়েছেন আদালতের। কিন্তু শ্রাবন্তী যে কোনওভাবেই থাকতে চান না তা জানিয়ে দিয়েছেন। শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চান রোশন সিং। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছেন রোশন। যদিও অভিনেত্রীর কাছে তার তৃতীয় স্বামী রোশন এখন অতীত। বিবাহ বিচ্ছেদ থেকে আইনি লড়াই সারাক্ষণই চলছে শ্রাবন্তী-রোশনের। গতকাল শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি ছি। কিন্তু সমন গ্রহণ করলেও আদালত চত্বরে হাজির ছিলেন না শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে চরম ঘনিষ্ঠতার কারণেই কি সবটা ভুলতে বসেছেন শ্রাবন্তী। বাড়ছে জল্পনা।
বিবাহ বিচ্ছেদ থেকে আইনি লড়াই সারাক্ষণই চলছে শ্রাবন্তী-রোশনের। তৃতীয় বিবাহ বিচ্ছেদ না হতেই শ্রাবন্তীর জীবনে নতুন প্রেম নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নতুন প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।
210
গত ৯ মাস ধরে একসঙ্গে থাকেন না রোশন-শ্রাবন্তী। খাতায়-কলমে তৃতীয় বিয়ে না ভাঙলেও ফের নাকি সংসার পাততে চান রোশন। এমনকী দ্বারস্থ হয়েছেন আদালতের। কিন্তু শ্রাবন্তী যে কোনওভাবেই থাকতে চান না তা জানিয়ে দিয়েছেন।
310
শ্রাবন্তীর সঙ্গে পুরোনো সমস্ত তিক্ততা ভুলে ফের একসঙ্গে থাকতে চান রোশন সিং। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস ধারায় মামলাও দায়ের করেছেন রোশন।
410
গতকাল শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি ছিল। কিন্তু সমন গ্রহণ করলেও আদালত চত্বরে হাজির ছিলেন না শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে চরম ঘনিষ্ঠতার কারণেই কি সবটা ভুলতে বসেছেন শ্রাবন্তী।
510
গতকাল শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি ছি। কিন্তু সমন গ্রহণ করলেও আদালত চত্বরে হাজির ছিলেন না শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে চরম ঘনিষ্ঠতার কারণেই কি সবটা ভুলতে বসেছেন শ্রাবন্তী।
610
শ্রাবন্তীর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছিল এবং সেই কারণেই তিনি আদালতে এসে উপস্থিত হননি।
710
শ্রাবন্তীর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে ভুল সমন পাঠানো হয়েছিল এবং সেই কারণেই তিনি আদালতে এসে উপস্থিত হননি।
810
পরবর্তী শুনানির দিন দুই পক্ষের বক্তব্য শোনার পরই মামলার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিবাহবিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এটেছেন শ্রাবন্তীও।
910
একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। শ্রাবন্তী-রোশনের এই নয়া তর্জা জল্পনা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
1010
একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। শ্রাবন্তী-রোশনের এই নয়া তর্জা জল্পনা বাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।