অনির্বাণ ভট্টাচার্যকে উন্মাদনা বরাবরই সাংঘাতিক বেশি। তাঁর বিয়ের পর সেই উন্মাদনা এখন তুঙ্গে। এখন আর মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি নন। মধুরিমা গোস্বামীর সঙ্গে মন দিয়েছে সুখী সংসারে। সোশ্যাল মিডিয়ার কথা অনুযায়ী, অভিনেতার বিয়ে যাওয়ার পর নাকি অভিনেতার ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা নাকি মারাত্মক রকম কমে গিয়েছে। তবে তেমনটা একেবারেই হয়নি। বরং তাঁকে নিয়ে উৎসাহ কিঞ্চিৎ বেড়ে গিয়েছে।
পরের ছবিটিও রোদ নিয়ে। তবে এবারে ফোকাস আরক রোদে নেই। সোজা নজর গিয়েছে তাঁর উপর।
78
বাংলার মেয়েদের বুকের ধুকপুকানি বাড়ায় এই বাঁকা হাসি। তা ফের প্রমাণ করলেন নিজের পোস্টে।
88
ছবির ক্যাপশনে লিখেছেন, "আলোর গ্লানি।" কে বলেছে অনির্বাণের ফ্যান ফলোয়ারসা তাঁর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। পোস্টের কমেন্ট এবং লাইকস বৃদ্ধি পেতেই কথাটি ভুল প্রমাণিত হল।