বিয়ের পর প্রথম 'গ্লানি' প্রকাশ্যে আনলেন অনির্বাণ, কাকে ফোকাসে রেখে চলল ফোটোশ্যুট

অনির্বাণ ভট্টাচার্যকে উন্মাদনা বরাবরই সাংঘাতিক বেশি। তাঁর বিয়ের পর সেই উন্মাদনা এখন তুঙ্গে। এখন আর মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি নন। মধুরিমা গোস্বামীর সঙ্গে মন দিয়েছে সুখী সংসারে। সোশ্যাল মিডিয়ার কথা অনুযায়ী, অভিনেতার বিয়ে যাওয়ার পর নাকি অভিনেতার ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা নাকি মারাত্মক রকম কমে গিয়েছে। তবে তেমনটা একেবারেই হয়নি। বরং তাঁকে নিয়ে উৎসাহ কিঞ্চিৎ বেড়ে গিয়েছে। 

Adrika Das | Published : Dec 4, 2020 1:19 PM IST
18
বিয়ের পর প্রথম 'গ্লানি' প্রকাশ্যে আনলেন অনির্বাণ, কাকে ফোকাসে রেখে চলল ফোটোশ্যুট


মধুরিমার সঙ্গে অনির্বাণের নতুন সংসার কেমন চলছে তা জানার জন্য বেশ আগ্রহী অনির্বাণের ভক্তরা। 

28

তবে অনির্বাণ আর পাঁচজন তারকার মত নন। নিজের নিত্যদিনের আপডেট, ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। 

38

তাঁর স্ত্রী মধুরিমাও ঠিক একই রকম। নেটদুনিয়ায় ব্যক্তিগত দিক মেলে ধরতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করেন না।

48

যার জন্যই সাধারণ মানুষের তাঁদের নিয়ে উন্মাদনা এত বেশি। তবে অনির্বাণ বিয়ের দিন কতক পর পোস্ট করলেন ছবি।

58

বাড়ির বারান্দায় বসে রোদ পোয়াচ্ছেন সদ্য বিবাহিত অভিনেতা। রোদকেই ফোকাসে রেখে ক্যাপশন দিয়েছেন, 'রোদ্দুর'। 

68

পরের ছবিটিও রোদ নিয়ে। তবে এবারে ফোকাস আরক রোদে নেই। সোজা নজর গিয়েছে তাঁর উপর। 

78

বাংলার মেয়েদের বুকের ধুকপুকানি বাড়ায় এই বাঁকা হাসি। তা ফের প্রমাণ করলেন নিজের পোস্টে। 

88

ছবির ক্যাপশনে লিখেছেন, "আলোর গ্লানি।" কে বলেছে অনির্বাণের ফ্যান ফলোয়ারসা তাঁর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। পোস্টের কমেন্ট এবং লাইকস বৃদ্ধি পেতেই কথাটি ভুল প্রমাণিত হল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos