বরের সঙ্গে অপরাজিতার Dinner Date, কলকাতা নয় ভেনু রইল অন্য জায়গা

নতুন প্রজন্মের নন, তবুও তাঁর জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। আট থেকে আশি তাঁর বঙ্গরূপে মুগ্ধ। তিনি হলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁকে নিয়ে চর্চা, প্রশংসা আজও একই রকমই রয়েছে। আগের চেয়েও এখন তাঁর জনপ্রিয়তা ঢের বেশি। ছবি হোক বা ধারাবাহিক অথবা রিয়্যালিটি অনুষ্ঠান। অপরাজিতা সবেতেই সাবলিল। নতুন প্রজন্মের নায়িকাদের টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছেন নিজের ফ্যান বেস। 

Adrika Das | Published : Feb 10, 2021 11:53 PM
18
বরের সঙ্গে অপরাজিতার Dinner Date, কলকাতা নয় ভেনু রইল অন্য জায়গা


তাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সংখ্যা ঢের বেশি। প্রায়ই নিত্যদিনই নিজের নানা পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। 

28

গান, নাচ, অভিনয় কিছুই বাদ রাখছেন না। এতদিন নিজেকে নিয়েই বিভিন্ন পোস্ট করতেন তিনি। 

38

এবার নিজের স্বামী অতনুর সঙ্গে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। সম্ভবত বেঙ্গালুরুতে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছেন অপরাজিতা। 

48

সেখানেই কখনও প্রকাণ্ড গণেশের মূর্তি, আবার শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে চলেছে তাঁদের ফোটোসেশন। 

58

স্বামীর সঙ্গে ডিনার ডেটের ছবিও রয়েছে তাঁর। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে তেমন পোস্ট অপরাজিতা করেন না। 

68

বহুদিন পর বরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। 
 

78

জিনস এবং টিশার্টেই দেখা গিয়েছে তাঁকে। শার্ট প্যান্টে দেখা যাচ্ছে অতনুকে। পাশাপাশি দাঁড়িয়ে ভাইরাল হলেন দম্পতি। 

88

অপরাজিতার সঙ্গে তাঁর বরকে দেখে বেজায় খুশি ভক্তমহল। আরও ননা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখা অপেক্ষায় রইল অনুরাগীরা।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos