'মোহর'র গোপন প্রেমিক, Teddy Day-তে কে এই বিশেষ উপহার দিল সোনাকে

Published : Feb 10, 2021, 06:38 PM IST

ভ্যালেন্টাইন উইকে চলেছে একের পর এক সেলিব্রেশন। রোজ ডে, প্রপোজ ডের সেলিব্রেশনের পরই এসে গিয়েছে টেডি ডে। এরপর আসতে চলেছে কিস ডে, হাগ ডে, প্রমিস ডে, ভ্যালেন্টাইনস ডে। প্রেমের প্রতি আস্থা রাখা মানুষেরা প্রতিটি দিনের জন্যই প্রস্তুত। কেবল সাধারণ মানুষই নয়, তারকারাও এই দিনের অপেক্ষায় যেন দিন গুনিছেল। 'মোহর' ধারাবাহিকের অভিনেতত্রী সোনামণি সাহা মেতে উঠলেন ভ্যালেন্টাইন উইকে। 

PREV
18
'মোহর'র গোপন প্রেমিক, Teddy Day-তে কে এই বিশেষ উপহার দিল সোনাকে

আজ টেডি ডে-তে হঠাৎই উপহার পেয়ে গিয়েছে একটি ছোট্ট মিষ্টি টেডি। ভক্তরা জানে সোনামণির সিঙ্গল। 

28

তবে এই টেডি তিনি কার থেকে উপহার পেলেন। কারও নাম অবশ্য নেননি তিনি। কার থেকে পেয়েছেন তাও খোলসা করেননি।

38

কেবল টেডি হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন সোনামণি। টেডিটিকে পরানো স্যোয়েটারে লেখা 'বিগ হাগস ফর ইউ।'

48

কে এই বার্তা দিয়ে টেডি উপহার দিচ্ছেন সনামণিকে। তবে কি প্রেমের আগমণ ঘটে গিয়েছে তাঁর জীবনে। 

58

নাকি নিজেই নিজেকে এই উপহার দিয়েছেন সোনা। ভক্তদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। 

68

কে দিল এই টেডি। ভ্যালেন্টাইন উইকে সাধারণত কোনও বন্ধুর পক্ষে এই উপহার দেওয়া স্বাভাবিক নয়। 

78

প্রেমিককে কি গোপনেই রাখতে চান সোনামণি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মউখ খুলতে চান না তিনি। 

88

বিয়ে নিয়েও বিশেষ কোনও মন্তব্য তিনি করেননি। বরং তিনি সিঙ্গল নাকি বিবাহিত সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। 

click me!

Recommended Stories