নিজের শরীর নিয়ে বরাবরই সচেতন স্বস্তিকা। খেতে যেমন প্রচন্ড ভালবাসেন তেমনি আবার নিজের মেদহীন ফিগারের দিকেও যথেষ্ঠ নজর রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রেই রাধিকার সিক্রেট ডায়েট ফাঁস হল। আপনিও যদি পুজোর আগে স্বস্তিকার মতো ফিগার পেতে চান, তাহলে অবশ্যই ফলো করুন অভিনেত্রীর ডায়েট চার্ট।