প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে।
210
প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে।
নুসরত নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলে অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান।
610
নুসরতের গর্ভের সন্তানের বাবার পরিচয় এখনও জানা যায়নি। পিতৃপরিচয় গোপন রেখেই মা হতে চলেছেন নুসরত। তবে একটু একটু করে গোপনে যে প্রেমে মজেছেন যশ-নুসরত, তা এবার প্রকাশ্যে।
যশ আরও জানিয়েছেন, আমি জানি পাবলিক ফিগারদের কোনও ব্যক্তিগত জীবন থাকে না। কিন্তু সকলেই যেহেতু মানুষ তাই মনে রাখা উচিত আমাদের একটা পরিবার রয়েছে।
1010
অন্তঃসত্ত্বা নুসরতকে নিয়ে আরও বলেন, একজন প্রেগন্যান্ট মহিলার ভাল সময় কাটানোর মধ্যে কোনও ভুল নেই। নুসরত যেটা করছে সেটা একদমই ঠিক করছে। এবং আমিও ভীষণ খুশি।