নিজের ইনস্টা-তে একের পর এক চোখধাঁধানো ছবি শেয়ার করে বিনোদনের রসদ জুগিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী মনামী।
28
কখনও নাচছেন আবার কখনও গাইছেন, কখনও আবার বোল্ড ফোটোশুটে ঝড় তুলেছেন টলিপাড়ার বঙ্গতনয়া মনামী ঘোষ। একের পর এক ছবি ভিডিওতে তিনি বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন।
38
বিনোদনের রসদ নিয়ে হাজির বাঙালির বঙ্গললনা মনামী। উজ্জ্বল পোশাক তার সঙ্গে গ্ল্যামারাস লুক তাকে আর লাস্যময়ী করে তুলেছে।