একাধিক প্রেম থেকে লিভ ইন, এখনও ছাদনাতলায় পৌঁছায়নি টলিপাড়ার তন্বী নায়িকা পায়েল সরকার। বয়স যত বাড়ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন।
28
৩৭-তে পা দিলেন অভিনেত্রী পায়েল সরকার। তবে বয়স যাই হোক সাহসী অবতারে নিউকামারদেরও হার মানাচ্ছে টলিপাড়ার বং বিউটি।
38
রিল থেকেই রিয়েল সবেতেই নেটিজেনদের নজরে রয়েছেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার। বোল্ড অবতারে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেও লাইমলাইটে থাকেন অভিনেত্রী।
তবে এবারের জন্মদিনে পার্টি থেকে সরে এসে গুটিকয়েক বন্ধুদের নিয়ে রাতে আড্ডা দেওয়ার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। এমনকী বাইরে খাওয়ারও পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।
78
বক্ষবিভাজিকাই যেন ফ্যাশন ট্রেন্ড। এবং সেই ট্রেন্ড মেনেই বুক চেরা পোশাকে হট অ্যান্ড সেক্সি লুকে নিজেকে মেলে ধরেছেন টলি অভিনেত্রী পায়েল সরকার।
88
সদ্যই হইচই-এর 'মিসম্যাচ ৩'- এ তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। খুব শীঘ্রই রাজা চন্দ পরিচালিত ম্যাজিক ছবিতেও দেখা যাবে পায়েলকে ।