মলদ্বীপে পুরোপুরি ছুটি চুটিয়ে উপভোগ করছেন রাজ ঘরনি (Subhashree Ganguly) তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। মলদ্বীপে গিয়ে কখনও স্নান পোশাকে ছবি পোস্ট তো কখনও আবার স্বামী (Raj Chakraborty) রাজের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন আবার কখনও ছেলেকে নিয়ে হাঁটছেন, প্রতিটি ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।