প্রেমের আগুন দুই তরফেই বেশ জ্বলজ্বল করছে। সম্প্রতি স্বস্তিকার ইনস্টা স্টোরিতেই তা জ্বলজ্বল করছে। মনের মানুষের সঙ্গে রাতের মায়াবী আলোয় সেলফি পোস্ট করে স্বস্তিকা লেখেন- 'আমার লেখা একটা সৎ মানুষ। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাকে শুনতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যও ধন্যবাদ। এই মানুষগুলিকে বিচার করতে যেও না।'