Published : Dec 15, 2020, 01:23 PM ISTUpdated : Dec 15, 2020, 02:38 PM IST
সাইজ জিরো-কে ফের ট্রেন্ডে এনেছেন নুসরত জাহান। তাবড় অভিনয়ের দাপট থেকে ফ্যাশনের খুঁটিনাটি নিয়ে নুসরত এখন ইনফ্লুয়েসার হিসেবেই পরিচয় পাচ্ছেন। নিত্যদিনই কোনও না কোনও পোস্টের মাধ্যমে অনুপ্রেরণা জোগাচ্ছেন নুসরত। কীভাবে নিজের অভিনয়, রাজনৈতিক জগৎ সামলে শরীর, স্বাস্থ্য পারফেক্টভাবে মেনটেন করেন তিনি। এই প্রশ্নই করে চলেছে ভক্তমহল। উত্তর রয়েছে নুসরতের ইনস্টাগ্রাম প্রোফাইলের একাধিক পোস্টে।