নুসরতের গিল্টি প্লেজার, ফাঁস করে দিলেন খোদ সাংসদ, কোয়েলও বাতলালেন রহস্য

Published : Dec 15, 2020, 01:23 PM ISTUpdated : Dec 15, 2020, 02:38 PM IST

সাইজ জিরো-কে ফের ট্রেন্ডে এনেছেন নুসরত জাহান। তাবড় অভিনয়ের দাপট থেকে ফ্যাশনের খুঁটিনাটি নিয়ে নুসরত এখন ইনফ্লুয়েসার হিসেবেই পরিচয় পাচ্ছেন। নিত্যদিনই কোনও না কোনও পোস্টের মাধ্যমে অনুপ্রেরণা জোগাচ্ছেন নুসরত। কীভাবে নিজের অভিনয়, রাজনৈতিক জগৎ সামলে শরীর, স্বাস্থ্য পারফেক্টভাবে মেনটেন করেন তিনি। এই প্রশ্নই করে চলেছে ভক্তমহল। উত্তর রয়েছে নুসরতের ইনস্টাগ্রাম প্রোফাইলের একাধিক পোস্টে। 

PREV
18
নুসরতের গিল্টি প্লেজার, ফাঁস করে দিলেন খোদ সাংসদ, কোয়েলও বাতলালেন রহস্য

সম্প্রতি একের পর এক নিজের গিল্টি প্লেজারের রহস্য ফাঁস করলেন নুসরত জাহান।
 

28

যেখানে তাঁকে মিল্ক চকোলেট হাতে নিয়ে দেখা গিয়েছে। এক বাক্স চকোলেট হাতে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। 

38

প্রথম সারির অভিনেত্রী মানেই যে স্ট্রিক্ট ডায়েটে থেকে জীবনযাপন করতে হবে এমন কোনও ব্যাপার নেই। 

48

অভিনেত্রী মানেও সাধারণ মানুষই। তাঁরও ইচ্ছে যে আর পাঁচজন সাধারণ মানুষের মতই চকোলেটের স্বাদ নিতে পারেন তাই প্রমাণ করলেন নুসরত। 

58

চকোলেট মুখে ঠেকিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। সেই ছবিগুলির ক্যাপশনেও রয়েছে অভিনবত্ব। 

68

লিখেছেন, "চকোলেট আসে কোকোয়া থেকে। যা একটি উদ্ভিদ। অতয়েব চকোলেটকে স্যালাড হিসেবে মেনে নেওয়া যায়।"

78

নুসরতের এই সেন্স অফ হিউমারের প্রশংসা শুরু করেছে ভক্তমহল। এবার থেকে তাঁর কথা অনুযায়ী, সকলেই চকোলেটকে স্যালাড হিসেবে মেনে নেবে। 
 

88

নুসরতের এই পোস্টে কোয়েলও লিখেছেন, "আহা! ফেরেরো রোশর। আমার অতি পছন্দের চকোলেট।" তবে কি নুসরতের গ্লিটি প্লেজার মিলে গেল কোয়েলের পছন্দের সঙ্গে।  

click me!

Recommended Stories